আবার বাবা হতে যাচ্ছেন মেসি
আড়াই বছরের থিয়াগো একজন সঙ্গী পেতে যাচ্ছে। তার বাবা লিওনেল মেসি যে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন! সুখবরটা দিয়েছেন ফুটবল-মহাতারকা নিজেই।
বৃহস্পতিবার ছবি আদান-প্রদানের সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মেসি। ছবিতে দেখা যাচ্ছে থিয়াগো তার মা আন্তনেল্লা রোক্কুজ্জোর পেটে চুমু খাচ্ছে। সঙ্গে লেখা, ‘তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না!!! আমরা তোমাকে ভালোবাসি! থিয়াগুই, মা আর বাবা।’
আর্জেন্টিনার গণমাধ্যম অবশ্য গত ফেব্রুয়ারিতেই মেসির দ্বিতীয়বার বাবা হতে যাওয়ার কথা জানিয়েছিল। আর্জেন্টিনার বিখ্যাত পত্রিকা ‘ক্লারিন’ এক ধাপ এগিয়ে জানিয়েছিল, চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দ্বিতীয় সন্তানও ছেলে এবং তার নাম হবে বেঞ্জামিন।