ব্রাদার্সের সঙ্গে শেখ জামালের হোঁচট
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পর এবার ব্রাদার্স ইউনিয়নের শিকার হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দুই দলের লড়াইটি গোলশূন্য ড্র হয়েছে।
গতবারের চ্যাম্পিয়ন দলটি লিগে এই প্রথম পয়েন্ট খুইয়েছে। এর আগে টানা ছয় ম্যাচ জিতেছিল তারা। অবশ্য এই ড্রয়ের ফলেও শেখ জামালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। সমান ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেয়ে ব্রাদার্স আছে পঞ্চম স্থানে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে শেখ জামাল অবশ্য গোল পাওয়ার মতো দারুণ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। ৬৩ মিনিটে তারা এগিয়ে যেতে পারত, হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের দারুণ একটি শট ব্রাদার্স গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য রুখে না দিলে।
ইনজুরি সময়ে আরো একটি সুযোগ নষ্ট হয় শেখ জামালের, ওয়েডসনের চমৎকার শট ক্রসবারে লেগে ফিরে এলে।
ব্রাদার্সও দারুণ একটি গোলের সুযোগ হাতছাড়া করে। ৬৬ মিনিটে বদলি মিডফিল্ডার শরিফুল হকের জোরালো শট শেখ জামালের গোলরক্ষক শহীদুল আলম সোহেল রুখে দেন।