বার্সার গোল-উৎসব, রিয়ালের কষ্টের জয়
কর্দোবার মাঠ থেকে বার্সেলোনা ফিরেছে ৮-০ গোলের বিশাল জয় নিয়ে। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসির গোল দুটি। সেভিয়ার মাঠে রিয়াল মাদ্রিদ অবশ্য সহজে জিততে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডভাঙা হ্যাটট্রিক ৩-২ গোলের কষ্টের জয় এনে দিয়েছে স্পেনের সফলতম দলকে।
urgentPhoto
দুই চিরপ্রতিদ্বন্দ্বীই জয় পাওয়ায় স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানেও কোনো পরিবর্তন আসেনি। ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখা বার্সার সামনে সাত বছরের মধ্যে পঞ্চম শিরোপার হাতছানি। রিয়াল অবশ্য খুব বেশি পিছিয়ে নেই। তাদের সংগ্রহ ৮৫ পয়েন্ট। তবে আর তিনটি করে ম্যাচ বাকি থাকায় বার্সার পয়েন্ট নষ্টের জন্য প্রার্থনা করতে হচ্ছে রিয়ালকে। অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে আরও পিছিয়ে পড়া আতলেতিকো মাদ্রিদের (৭৬ পয়েন্ট) শিরোপা ধরে রাখার আশা শেষ।
শনিবার রাতের আগে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডের অংশীদার ছিলেন রোনালদো ও মেসি। সেভিয়ার বিপক্ষে তিন গোল করে ২৫টি হ্যাটট্রিক নিয়ে রোনালদোর এখন এককভাবে এই রেকর্ডের মালিক। রিয়াল অবশ্য জিতেছে অনেক ঘাম ঝরিয়ে। ৭৯ মিনিটে ৩-২ হয়ে যাওয়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল সেভিয়া। তবে কোনো রকমে বাকি সময়টা কাটিয়ে তিন পয়েন্টের স্বস্তি নিয়ে ফিরতে পেরেছে রিয়াল।
খেলা শেষে রোনালদোর প্রশংসায় মেতে উঠে রিয়ালের ডিফেন্ডার সার্জিও রামোসের মন্তব্য, ‘ক্রিস দারুণ ইতিবাচক খেলোয়াড়। ও যেন গোল করার জন্যই বেঁচে আছে। গোল না পেলে ভীষণ হতাশ হয়ে পড়ে। ও প্রায় অপ্রতিরোধ্য। আশা করি সে গোলের ধারা অব্যাহত রাখতে পারবে। আমরা তিন পয়েন্ট পেয়েছি। অর্থাৎ বার্সাকে এখন টানা জয় পেতে হবে।’
কর্দোবার মাঠে বিশাল জয় পেলেও প্রথম গোলের জন্য ৪২ মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে বার্সাকে। তবে ইভান রাকিতিচ এগিয়ে দেওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বিরতির ঠিক আগে সুয়ারেজ আর দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায়। তবে তাতে সন্তুষ্ট হয়নি লুইস এনরিকের শিষ্যরা। সুয়ারেজ আরো দুই গোল করে হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠেছেন, মেসি করেছেন এক গোল। বাকি দুই গোলের একটি জেরার্দ পিকের, অন্যটি পেনাল্টি থেকে নেইমারের।
এত বড় ব্যবধানে জিতলেও একদমই আত্মপ্রসাদে ভুগছেন না বার্সার কোচ এনরিকে, ‘ফুটবল খুব জটিল খেলা। আমরা সঠিক পথেই আছি। তবে আমাদের প্রত্যেক ম্যাচই নতুন করে শুরু করতে হবে।’
শুধু শিরোপা নয়, লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইও এখন জমজমাট। ৪২ গোল নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল ৪০টি।