সেই আল্লেগ্রিই আজ জুভেন্টাসের ‘নায়ক’
গত বছরের জুলাইয়ের কথা। সবে জুভেন্টাসের কোচের দায়িত্ব নিয়েছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। সে সময়ের এক তিক্ত অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারেননি দলটির প্রধান নির্বাহী জিউসেপ্পে মারোত্তা, ‘প্রথম দিন আল্লেগ্রি আর ক্লাব সভাপতির সঙ্গে এক গাড়িতে ছিলাম আমি। অনুশীলন মাঠের বাইরে থুতু, ডিম আর লাথি দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল আমাদের!’
সময়টা সত্যিই তখন খারাপ যাচ্ছিল আল্লেগ্রির। জুভেন্টাসে যোগ দেওয়ার কয়েক মাস আগে এসি মিলানের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছিলেন। বেকার থাকার পর নতুন দলে যোগ দিলেও সমর্থকদের কাছ থেকে প্রতিনিয়ত দুয়ো শুনতে হচ্ছিল। সে সব অস্বস্তিকর দিন পেছনে ফেলে আল্লেগ্রি এখন জুভেন্টাস-ভক্তদের প্রিয়পাত্র। তাঁর অধীনে চার ম্যাচ হাতে রেখেই ইতালিয়ান সেরি-আর শিরোপা নিশ্চিত করে ফেলেছে তুরিনের ‘ওল্ড লেডি’।
শনিবার রাতে সাম্পদোরিয়ার মাঠে ১-০ গোলের জয় জুভেন্টাসকে ইতালিয়ান লিগের টানা চতুর্থ এবং রেকর্ড ৩১তম শিরোপা এনে দিয়েছে। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট সংগ্রহ করা ‘জুভ’রা আছে সবার ওপরে। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে লাৎসিওর অবস্থান দ্বিতীয়। শুধু এবারের সেরি-আর পয়েন্ট টেবিল নয়, শিরোপা-সংখ্যাতেও অন্যদের ধরা-ছোঁয়ার বাইরে জুভেন্টাস। তাদের ৩১টির বিপরীতে ১৮টি করে শিরোপা এসি মিলান ও ইন্টার মিলানের।
শুরুর দিনগুলোর বিরূপ অভ্যর্থনাকে (!) পেছনে ফেলে সমর্থকদের মন জয় করতে পেরে আল্লেগ্রি খুশি। শিরোপা জেতার পর স্বভাবসুলভ রসিকতার ঢঙে তাঁর মন্তব্য, ‘এখানে প্রথম কয়েক দিন বেশ ভালোই কেটেছিল। আমার এখনো মনে আছে একটা প্রীতি ম্যাচে আমি মাত্র পাঁচ কি ছয়জন খেলোয়াড় পেয়েছিলাম! ম্যাচটা আমরা হেরেছিলাম ৩-২ গোলে।’