ইপিএলে চেলসি চ্যাম্পিয়ন
পাঁচ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা ঘরে তুলেছে চেলসি। রোববার ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারানোয় জোসে মরিনিয়োর দলের শিরোপা নিশ্চিত হয়ে গেছে।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জয়ের নায়ক এডেন হ্যাজার্ড। বিরতির ঠিক আগে ম্যাচের একমাত্র গোলটি করেছেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।
৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে চেলসি সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সার্জিও আগুয়েরোর গোলে টটেনহ্যাম হটস্পারকে ১-০ ব্যবধানে হারানো ম্যানচেস্টার সিটির সমান ম্যাচ থেকে সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩৩ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্ট ৬৭।
চেলসির এটা পঞ্চম এবং মরিনিয়োর অধীনে তৃতীয় লিগ শিরোপা। তবে ২০১৩ সালের জুনে মরিনিয়ো দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর প্রথম শিরোপা।
আবারো লন্ডনের ক্লাবটিকে সাফল্য এনে দিতে পেরে মরিনিয়ো দারুণ খুশি। শিরোপা নিশ্চিত হওয়ার পর চেলসির পর্তুগিজ কোচ বলেছেন, ‘(চেলসিতে) ফেরার সময়ই জানতাম, আমি বিশ্বের সবচেয়ে কঠিন লিগে ফিরতে যাচ্ছি, যে লিগের শিরোপা জয় ভীষণ কঠিন। আর আমরা তা করে দেখিয়েছি। প্রথম দিন থেকে আজ অবধি কেউ আমাদের ছেড়ে কথা বলেনি। আমরা নিজেদের যোগ্যতাতেই সবকিছু পেয়েছি।’