নেপালের দুঃখী মানুষের পাশে রোনালদো
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভূমিকম্পের পর নেপালের দুর্দশাগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেনের’ মাধ্যমে ৭০ লাখ ইউরো (প্রায় ৫০ লাখ পাউন্ড) দান করেছেন গত দুবারের ফিফা ব্যালন ডি’অর বিজয়ী।
গত ২৫ এপ্রিল নেপালে আঘাত হানা প্রলয়ঙ্করী ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছে প্রায় আট হাজার মানুষ। ধ্বংস হয়েছে প্রায় তিন লাখ ঘর-বাড়ি। বিধ্বংসী এই ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের সাহায্যে অনেকের মতো এগিয়ে এসেছেন রোনালদোও।
পর্তুগিজ তারকার দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত বছর ১০ মাস বয়সী এক শিশুর অস্ত্রোপচারের সব খরচ দিয়েছিলেন তিনি। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুনামি আক্রান্ত মানুষদেরও সাহায্য করেছিলেন রিয়াল মাদ্রিদের এ তারকা ফুটবলার।