মেসি-নেইমারদের অভিনব বিজ্ঞাপন
কখনো মালদ্বীপের সমুদ্রসৈকতে বসে রোদ পোহাচ্ছেন, কখনো প্যারিসের ক্যাফেতে বসে করছেন মূকাভিনয়, কখনো বা উড়ে যাচ্ছেন সিউলে। ফুটবল আর কুংফুর মিশেল দিয়ে কুপোকাত করে দিচ্ছেন অনেককে। কাতার এয়ারওয়েজের নতুন এক বিজ্ঞাপনে এমন সব ‘কীর্তি’ করতেই দেখা গেছে বার্সেলোনার লিওনেল মেসি, নেইমার, জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইজ সুয়ারেজকে।
কাতার এয়ারওয়েজের জন্য এটি ছিল মেসি-নেইমারদের দ্বিতীয় বিজ্ঞাপন। শুরুতেই দেখা যায় ছুটির মেজাজে গল্প করতে-করতে বিমানবন্দরে ঢুকছেন বার্সার পাঁচ তারকা। কিছুক্ষণ পর নেইমার আর পিকেকে দেখা যায় মালদ্বীপের সমুদ্রসৈকতে দুষ্টুমি করতে।
দ্বিতীয় পর্বে দৃশ্যপটে আসেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। তাঁকে দেখা যায় ওয়েস্টার্ন গল্পের কাউবয় চরিত্রে। ঘোড়ায় বসে ফুটবল খেলতে এবং এরপর গুলি করার ভঙ্গিতে।
এরপর আবার ওড়ার পালা। এবার পিকে আর ইনিয়েস্তাকে দেখা যায় প্যারিসে। কিছুক্ষণ অন্যদের মূকাভিনয় দেখার পর পিকে নিজেই দেখিয়ে দেন ‘ফুটবলীয় মূকাভিনয়’।
আর্জেন্টাইন তারকা মেসির ভূমিকা আরো চমকপ্রদ। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে দেখা গেছে কুংফু করতে। নেইমারের সঙ্গে জুটি বেঁধে ফুটবলীয় কসরত দেখিয়ে তিনি কুপোকাত করে দেন চারপাশে ঘিরে ধরা মানুষদের।
শেষ দৃশ্যে দেখা যায়, বর্ণিল এই ‘ছুটি’ শেষে মেসি-নেইমাররা বেরিয়ে যাচ্ছেন বিমানবন্দর থেকে।