জয়ে ফিরেছে শেখ জামাল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
দশজনের দল নিয়েও এই ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ জামাল। ম্যাচের দ্বিতীয় মিনিটে গতবারের চ্যাম্পিয়ন দলটি এগিয়ে যায় তাদের নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের গোলে।
তিন মিনিটর পর আত্মঘাতী গোলে খেলার সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। শেখ জামালের ডিফেন্ডার নাসির চৌধুরী দলকে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বল।
প্রথমার্ধেই শেখ জামাল ব্যবধান দ্বিগুণ করে ফেলে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের করা গোলে।
বিরতির ছয় মিনিট পর ডিফেন্ডার মোনায়েম খান রাজু দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে গেলে কিছুটা বিপদে পড়ে যায় শেখ জামাল। কিন্তু শেষ পর্যন্ত দশজনের দল নিয়েও এই ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় তারা।
এর আগে টানা দুই ম্যাচ ড্র করে শেখ জামাল, নিজেদের নবম ম্যাচে এসে আবার জয়ে ফিরেছে তারা। সপ্তম ও অষ্টম ম্যাচে যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করে গতবারের চ্যাম্পিয়নরা।
অবশ্য ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শেখ জামাল এককভাবেই শীর্ষে রয়েছে। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা আছে তাদের পরেই।