বাছাইপর্বের আগে বাংলাদেশের আরেকটি ম্যাচ
আগামী মাসে শুরু হবে ২০১৮ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে বাংলাদেশের লড়াই। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই দুই ম্যাচে মামুনুল-এমিলিদের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও আফগানিস্তান।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ মে সিঙ্গাপুর ও ২ জুন আফগানিস্তানের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচই হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এর আগে ৪ জুন শুধু আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আফগান ফুটবল ফেডারেশনের অনুরোধে ম্যাচটি দুদিন শুধু এগিয়েই নিয়ে আসেনি, সিঙ্গাপুরকেও প্রস্তুতির তালিকায় যোগ করেছে বাফুফে।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে ১১ জুন কিরগিজস্তান এবং ১৬ জুন তাজিকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
বাছাইপর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও জর্ডান। ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে এবং ৮ সেপ্টেম্বর নিজেদের মাটিতে জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
১৩ অক্টোবর কিরগিজস্তান ও ১২ নভেম্বর তাজিকিস্তানের মাঠে খেলার পর ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বছরের ২৪ মার্চ জর্ডানের মাটিতে।