এবার ফরাশগঞ্জের সঙ্গে আবাহনীর হোঁচট
আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে এক গোলে হেরেছিল তারা। এবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করেছে ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দুই দলের লড়াইটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই ড্রয়ের ফলে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন দলটি। সমান ম্যাচ থেকে ফরাশগঞ্জ টানা চার ড্রয়ে চার পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।
আবাহনী অবশ্য এদিন গোল করার মতো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। বিশেষ করে ২৫ মিনিটে ফরোয়ার্ড তৌহিদুল আলমের ক্রসে ঘানার স্ট্রাইকার ওসেই মরিসন গোলরক্ষককে একা পেয়েও জালে জড়াতে পারেননি বল। তাঁর শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়।
৭৬ মিনিটে আরো একটি সহজ সুযোগ নষ্ট করেন লিগের সাবেক চ্যাম্পিয়নরা। তৌহিদের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
চার মিনিট পর তৌহিদের চমৎকার ক্রসে মরিসন মাথা ছোঁয়ালেই গোল হতো। কিন্তু ঘানার এই স্ট্রাইকার পারেননি লক্ষ্য ভেদ করতে। তাই শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে।