কঠিন পরীক্ষার সামনে বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর নজির এখন পর্যন্ত নেই। সেই প্রায় অসম্ভব কাজটির সামনে দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখ। সেটাও আবার দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার বিপক্ষে। তারপরও নিজেদের মাঠে আলৌকিক কিছুর প্রত্যাশা নিয়ে মাঠে নামবে পাঁচবারের শিরোপাজয়ীরা। মঙ্গলবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও বার্সেলোনা।
বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি আছেন দারুণ ফর্মে। প্রথম লেগে দুই গোল করেছিলেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। বায়ার্ন রক্ষণভাগের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারেন নেইমারও। সর্বশেষ ছয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।urgentPhoto
জার্মান বুন্দেসলিগার শিরোপা জয় ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। কিন্তু তারপর থেকে ভয়াবহ সময় কাটাচ্ছে বাভারিয়ানরা। বার্সার কাছে ৩-০ গোলে হারের লজ্জার আগে-পরে বুন্দেসলিগায় টানা দুই ম্যাচ হেরে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথমে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ গোলে, তারপর আরেক বাভারিয়ান ক্লাব অগসবুর্গের কাছে ১-০ গোলে। ১৫ বছরের মধ্যে এই প্রথম টানা তিন ম্যাচে একটিও গোল না করতে পারার লজ্জায় পড়তে হয়েছে ইউরোপের অন্যতম সফল ক্লাবটিকে।
বায়ার্নের ঠিক বিপরীত অবস্থা বার্সেলোনার। গত শনিবার রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার দ্বারপ্রান্তে কাতালানরা। সর্বশেষ পাঁচ ম্যাচে ২১ গোল করেছেন মেসি-নেইমার-সুয়ারেজরা এবং এই পাঁচ ম্যাচে একটিও গোল খায়নি বার্সা।
এমন একটা দলের বিপক্ষে চার গোলের ব্যবধানে জয় পাওয়া যে খুব কঠিন, তা মেনে নিলেও হাল ছেড়ে দিতে রাজি নন বায়ার্নের তারকা ফরোয়ার্ড টমাস মুলার, ‘আমরা সবাই জানি কাজটা খুব কঠিন। কিন্তু আমরা হাল ছাড়ছি না।’ অভিজ্ঞ মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার তো অপেক্ষা করছেন অবিশ্বাস্য-আলৌকিক কিছুর, ‘মাঝে-মধ্যে ফুটবলে অবিশ্বাস্য কিছু ঘটে যায়। আশা করি আমরা সে রকম একটা দিন পেয়ে যাব।’