ফুটবলার সাবিনার এগিয়ে চলা
ঢাকার মাঠে তাঁর অজস্র গোল। সেই সাফল্য সঙ্গী করে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশে খেলার কৃতিত্বও তাঁর। মালদ্বীপ মহিলা ফুটবল প্রতিযোগিতায় এক ম্যাচে ১৬ গোল করার রেকর্ড গড়েছেন সাতক্ষীরার মেয়ে সাবিনা খাতুন। মালদ্বীপ পুলিশের হয়ে খেলে ছয় ম্যাচে গোল করেছেন ৩৭টি। ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় সাবিনার।
মালদ্বীপে নিজের পারফরম্যান্সে দারুণ খুশি সাবিনা। এনটিভি অনলাইনকে জাতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার বলেন, ‘সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্য ছিল। সেই লক্ষ্য পূরণ না হলেও একটি টুর্নামেন্টে ৩৭ গোল করতে পারায় খুব ভালো লাগছে। আশা করি, ভবিষ্যতে আরো ভালো করতে পারব।’
ফুটবলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আলো ছড়ালেও সাবিনার খেলোয়াড়ি জীবনের শুরুটা ছিল ভলিবল খেলোয়াড় হিসেবে। ২০০৯ সালে জাতীয় মহিলা ভলিবল চ্যাম্পিয়নশিপ খেলতে প্রথম ঢাকায় পা রাখেন সাবিনা। ২০১২ ও ২০১৩ সালে সাতক্ষীরা জেলা দলের হয়ে আন্তজেলা মহিলা ফুটবল খেলেন তিনি। এর পরই জাতীয় দলে ডাক পেয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন ফুটবল মাঠে।
সাবিনার প্রিয় ফুটবলার ব্রাজিলের মার্তা। সব সময় মার্তাকে অনুসরণ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ব্রাজিলের মার্তার খেলার ভীষণ ভক্ত আমি। তাঁর সবকিছুই আমার ভালো লাগে। জানি তাঁর মতো ফুটবলার হওয়া আমার পক্ষে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। তবু সব সময় তাঁর মতো খেলার চেষ্টা করি।’
বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে মনে করেন সাবিনা, ‘নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের নারী ফুটবল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঘরোয়া আসরগুলো নিয়মিত হওয়ায় বেশ কিছু ভালো ফুটবলার উঠে এসেছে। এদের ভালোভাবে পরিচর্যা করতে পারলে বাংলাদেশের মেয়েরা বিদেশেও প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।’