শেখ জামালকে হারিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী
আগের দুই ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কাছে হার এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নামিয়ে দিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেডকে। বৃহস্পতিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে সেই আবাহনীকেই দেখা গেল ভিন্ন চেহারায়। ২-০ গোলে জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে গেছে দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি গোলই করে আবাহনীর জয়ের নায়ক ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ।
৯ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ১৭ পয়েন্ট। দশম ম্যাচ খেলা শেখ জামালের এটাই প্রথম হার। তবে হার দিয়ে প্রথম লেগ শেষ করলেও ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।
চোটের কারণে স্ট্রাইকার সাবোলস চোরবা ও মিডফিল্ডার ড্যামিয়েন গাবোর খেলতে পারেননি। তবে এই দুই হাঙ্গেরিয়ান না থাকলেও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। তার সুফল পেতেও দেরি হয়নি। ১৯ মিনিটে মিডফিল্ডার শাহেদুল আলমের ফ্রিকিক থেকে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়ানো ওয়াহেদের আলতো হেড এগিয়ে দেয় আবাহনীকে। ৫৮ মিনিটে ফরোয়ার্ড আব্দুল বাতেন কোমলের পাস থেকে আড়াআড়ি শটে আবার ওয়াহেদের লক্ষ্যভেদ। এই গোলই তিন পয়েন্ট নিশ্চিত করে দেয় আবাহনীর।
দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা গা-জোয়ারি ফুটবল খেলতে শুরু করে শেখ জামাল। তার শাস্তিও পেয়েছে এ মৌসুমে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দলটি। আবাহনীর ডিফেন্ডার ওবাম হেনরিকে মারাত্মক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান শেখ জামালের নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন।
খেলা শেষে মাঠ থেকে বেরিয়ে আসার সময় ক্ষোভের মুখে পড়তে হয় এমেকাকে। তাঁর গায়ে বোতল ছুড়ে মারে আবাহনীর কয়েকজন সমর্থক। এমেকাও বোতল ছুড়ে মারেন তাদের লক্ষ্য করে। পরে পুলিশ ও দুই দলের কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।