মোহামেডানের বিশাল জয়
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বিশাল ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটিডে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রহমতগঞ্জ এমএফএসকে।
মোহামেডানের জয়ের নায়ক গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা। তিনি হ্যাটট্রিক করেন এই ম্যাচে। ২৩, ২৬ ও ৮৭ মিনিটে তিনটি গোল করেন তিনি। মোহামেডানের বিশাল জয়ে অন্য দুটি গোল করেন দুই ফরোয়ার্ড জুয়েল রানা ও তৌহিদুল আলম সবুজ।
এই জয়ের সুবাদে নয় ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। এক ম্যাচ কম খেলে রহমতগঞ্জ আট পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
একই মাঠে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। এই জয়ে নয় ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গোপীবাগের দলটি আছে চতুর্থ স্থানে। সমানসংখ্যক ম্যাচ খেলে ফেনী আট পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।