আতলেতিকোর মাঠে ‘প্রতিশোধস্পৃহা’ নেই বার্সার
ঠিক এক বছর আগে বার্সেলোনার মাঠে ১-১ গোলে ড্র করে স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। এবার আতলেতিকোর মাঠে শিরোপার উল্লাসে মেতে ওঠার হাতছানি বার্সেলোনার সামনে। ‘প্রতিশোধ’ শব্দটা তাই ঘুরেফিরে আসাই স্বাভাবিক। কিন্তু বার্সার খেলোয়াড়দের মনে ‘প্রতিশোধস্পৃহা’ নেই বলেই জানিয়েছেন কোচ লুইস এনরিকে।
লা লিগার আর মাত্র দুটি রাউন্ড বাকি আছে। তবে রোববার আতলেতিকোকে হারালেই ২৩তম শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। ৩৬ ম্যাচ থেকে কাতালানদের সংগ্রহ ৯০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল পিছিয়ে আছে চার পয়েন্টে।
আতলেতিকোকে হারালে তাই শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হবে না বার্সাকে। লিগ জয়ের অনুপ্রেরণা তো আছেই। প্রতিশোধের উপলক্ষও উঁকি দেওয়ার কথা। কিন্তু এনরিকের ভাবনায় শুধুই শিরোপা, ‘আমার খেলোয়াড়দের মধ্যে কোনো প্রতিশোধস্পৃহা দেখিনি। আতলেতিকো গত মৌসুমে দারুণ খেলেছিল। গতবার শিরোপা তাদেরই প্রাপ্য ছিল। সূচি অনুযায়ী লিগের শেষ ম্যাচের আগেরটা আমাদের কালদেরনে (আতলেতিকোর মাঠ) খেলতে হবে। এটা বেশ রোমাঞ্চকর। এ ধরনের ম্যাচে জয়ের তীব্র ইচ্ছা নিয়ে মাঠে নামতে না পারলে আমরা জিততে পারব না। ম্যাচটা অনেকটা ফাইনালের মতো।’
অবশ্য আতলেতিকোর কাছে হেরে গেলে বা ড্র করলেও শিরোপার আশা শেষ হয়ে যাবে না বার্সেলোনার। তখন লিগের শেষ ম্যাচ জিততেই হবে। তবে কাতালানদের দৃষ্টি এখন আরো প্রসারিত। ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি দাঁড়িয়ে আছে আরেকটি ট্রেবল জয়ের সম্ভাবনার সামনে। কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে বার্সা। তাই এ মৌসুমের বাকি ম্যাচগুলোর প্রতিটিই তাদের জন্য ‘ফাইনাল’।
এনরিকে অবশ্য এখনই আশার ফানুসে উড়ে বেড়ানোর বিপক্ষে। বার্সা কোচের ধারণা, ছয় বছর আগের মতো ট্রেবল জয় করা এবার তাদের জন্য তেমন সহজ হবে না, ‘আতলেতিকোর বিপক্ষে ম্যাচ ও দুটি ফাইনাল আমাদের খুব ভালো খেলতে হবে। এতদূর আসতে পারাই অনেক বড় ব্যাপার। খেলোয়াড়রা বাস্তববাদী। তারা জানে, তিনটি শিরোপা জয় কতটা কঠিন, যে কাজটা তারা কয়েক বছর আগে করেছিল। আমাদের তিনটি ম্যাচই খুব ভালো খেলতে হবে।’