মোহামেডানের কাছে আবাহনীর হার
নির্ধারিত সময়ের শেষ মিনিটের খেলা চলছিল তখন। সবাই গোলশূন্য ম্যাচের মানসিক প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই গোল খেয়ে কপাল পুড়ল আবাহনী লিমিটেডের। বুধবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীকে ১-০ গোলে হারিয়ে শিরোপা-লড়াই জমিয়ে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
এ মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াইয়ে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করেছে ঐতিহ্যবাহী দলটি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আবাহনী। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের জয়ের নায়ক তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। ৯০ মিনিটে তাঁর গোলেই মূল্যবান তিনটি পয়েন্ট পেয়েছে মোহামেডান।
শেষ মুহূর্তে গোল হলেও দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যেতে পারত মোহামেডান। ইব্রাহিমের কর্নারে ইসমাইল বাঙ্গুরার পায়ের স্পর্শ হলেই গোল হতো। কিন্তু ব্যর্থ হন গিনির এই স্ট্রাইকার ।
চার মিনিট পর হতাশ হতে হয় আবাহনীকেও। ঘানার স্ট্রাইকার ওসেই মরিসনের ক্রস থেকে ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদের দুর্বল শট রুখে দেন মোহামেডানের গোলরক্ষক।
বিরতির তিন মিনিট আগে অরূপ বৈদ্যর চমৎকার ক্রস থেকে বাঙ্গুরার অসাধারণ হেড আবাহনীর গোলরক্ষক কোনো মতে রুখে দিলে মোহামেডানের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবাহনীকে হতাশ হতে হয়। মোহামেডানের একজন ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের ঠিক সামনে থেকে নেওয়া মরিসনের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।
৫৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে মোহামেডান আরেকটি সুযোগ নষ্ট করে। মোহাম্মদ ইব্রাহিমের শট গোললাইন থেকে ফিরিয়ে সামাদ ইউসুফ আবাহনীকে বিপদমুক্ত করেন।
তবে শেষ মুহূর্তে গোল করে মোহামেডানকে উল্লাসে ভাসিয়ে দেন ইব্রাহিম। এবারের লিগে এই তরুণ ফরোয়ার্ডের এটি তৃতীয় গোল।