‘ট্রেবল’ থেকে এক ধাপ দূরে জুভেন্টাস
‘রইল বাকি এক’—জুভেন্টাসের ফুটবলারদের মনে এখন এই অনুভূতিই খেলা করছে বোধ হয়। ইতালিয়ান সেরি আ চ্যাম্পিয়ন হয়েছে আগেই। এবার ইতালিয়ান কাপের শিরোপাও জিতে নিয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে ফাইনালে তারা ২-১ গোলে লাৎসিওকে হারিয়েছে। সামনে আছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আগামী ৬ জুন বার্লিনে ইউরোপ-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘জুভ’দের প্রতিপক্ষ বার্সেলোনা।
বিস্ময়করভাবে ইতালির সফলতম দলটি ২০ বছর পর ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন হলো। ১৯৯৪-৯৫ মৌসুমে ইতালিয়ান লিগ আর কাপের শিরোপা ‘ডাবল’ এনে দিয়েছিল জুভেন্টাসকে। আর এখন তারা এক মৌসুমে তিনটি শিরোপা জিতে ‘ট্রেবলের’ সম্ভাবনার সামনে দাঁড়িয়ে।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে জুভেন্টাসের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। চতুর্থ মিনিটেই ফ্রিকিক থেকে রোমানিয়ান ডিফেন্ডার স্তেফান রাদুর জোরালো হেড এগিয়ে দেয় লাৎসিওকে। তবে দশম মিনিটে ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির গোলে সমতা নিয়ে আসে জুভেন্টাস।
নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে স্ট্রাইকার আলেসান্দ্রো মাত্রির গোলে জয় নিশ্চিত হয় জুভেন্টাসের।
মাঠে নেমেছিলেন ৮৪ মিনিটের সময়। তখন বোধ হয় ভাবতেও পারেননি, তিনিই হবেন দলের জয়ের নায়ক। জয়সূচক গোল করতে পেরে তাই দারুণ খুশি মাত্রি, ‘গত ২০ বছরের মধ্যে এটা আমাদের প্রথম ইতালিয়ান কাপের শিরোপা। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বিশেষ কিছু।’
জুভেন্টাসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিও আনন্দিত। তবে ৬ জুন আরেকটি সাফল্য পেয়েই উৎসব পালন করতে চান তিনি, ‘ফাইনালটা দুর্দান্ত ছিল। এখন আমাদের ৬ জুনের দিকে মনোযোগ দিতে হবে। আমরা বার্লিনে যাব লিগ আর কাপ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। তবে বার্সেলোনাও আমাদের মতো দারুণ ছন্দে আছে।‘