ব্রাদার্সের সহজ জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগ জয় দিয়েই শেষ করেছে ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা সহজে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
ব্রাদার্সের জয়ের নায়ক দলটির হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। তিনি জোড়া গোলে করেই এই সহজ জয় এনে দেন গোপীবাগের ক্লাবটিকে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৬৯ ও ৮৩ মিনিটে দুটি গোল করে দলকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন এই হাইতিয়ান।
এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে দশম স্থানে।