বর্ষসেরা ফুটবলার মামুনুল-সাবিনা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০১৩-১৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। একই মৌসুমের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার পান স্ট্রাইকার সাবিনা খাতুন। এ ছাড়া সেরা প্রতিশ্রুতিশীল ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। মহিলাদের এই বিভাগের সেরা হন সানজিদা খাতুন। পাঁচ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে তাঁদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া বিভিন্ন বিভাগে খেলোয়াড় ও দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাঁচ মৌসুমের প্রিমিয়ার লিগের দেশীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার দেওয়া হয়। ২০০৯ সালে এনামুল হক ও ২০১০-১১ মিঠুন চৌধুরী, ২০১১-১২ আনোয়ার হোসেন, ২০১২-১৩ শাখাওয়াত হোসেন রনি ও ২০১৩-১৪ মৌসুমে ওয়াহেদ আহমেদ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান।
২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ওই বছর রানার্সআপ হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
এ ছাড়া ২০১০-১১ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, ২০১১-১২ ঢাকা আবাহনী লিমিটেড, ২০১২-১৩ শেখ রাসেল ক্রীড়া চক্র ও সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে শেখ জামাল ধানিমণ্ডি ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়। এ দিনের অনুষ্ঠানে দলগুলোকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণের পর ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফুটবলের বিভিন্ন ঘটনার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সেখানে জাতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলকে মঞ্চে ডাকা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, সহসভাপতি বাদল রায়, নিটল-নিলয় গ্রুপের উপদেষ্টা সত্য গোপাল এই সময় উপস্থিত ছিলেন।