রিয়াল মাদ্রিদে ওডেগার্ডের ‘ইতিহাস’
নরওয়ের প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড আগেই গড়েছিলেন মার্টিন ওডেগার্ড। এবার রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে আরেকটি রেকর্ড গড়লেন নরওয়ের এই ‘বিস্ময়বালক’। শনিবার লা লিগায় প্রথমবারের মতো খেলতে নামা ওডেগার্ড এখন রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার।
গেতাফের বিপক্ষে ৫৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলে মাঠে নেমে রেকর্ডটা গড়েছেন ১৬ বছর পাঁচ মাস ছয়দিন বয়সী ওডেগার্ড।
একসময় বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড ছিল লিওনেল মেসির অধিকারে। আর্জেন্টাইন তারকার অভিষেক হয়েছিল ১৭ বছর ১০ মাস বয়সে। পরে এই রেকর্ড ভেঙে দেন বোয়ান কিরকিচ। তিনি বার্সার জার্সি গায়ে লা লিগায় প্রথম মাঠে নামেন ১৭ বছর ১৯ দিন বয়সে।
লা লিগায় সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড দীর্ঘদিন ধরে অক্ষত আছে। ১৯৩৯ সালে সেল্তা ভিগোর হয়ে ১৫ বছর ২৫৫ দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটা গড়েছিলেন স্যানসন নামে পরিচিত ফ্রান্সিসকো বাওস রদ্রিগেজ।