স্টার স্পোর্টসের বিজ্ঞাপনে বাংলাদেশের প্রশংসা
গত বিশ্বকাপের সময় স্টার স্পোর্টসের ‘মওকা মওকা’ বিজ্ঞাপন নিয়ে হইচই পড়ে গিয়েছিল উপমহাদেশে। ভারতের প্রতিপক্ষ দলগুলোকে হেয় করায় বিজ্ঞাপনটির বিরুদ্ধে সমালোচনার ঝড়ও উঠেছিল। ভারতের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষ্যে নতুন আরেকটি বিজ্ঞাপন বানিয়েছে স্টার স্পোর্টস। যেখানে বাংলাদেশকে দেখা যায় ছোট্ট একটা বাচ্চার ভূমিকায়। ব্যাটিং-ফিল্ডিং কিছুই পারে না বলে যে সবার হাসির পাত্র। কিন্তু একসময় এই বাচ্চাই সজোরে ব্যাট চালিয়ে ছক্কা হাঁকায়। আর অন্যদের বলতে শোনা যায়, ‘বাচ্চা আর বাচ্চা নেই’। বিজ্ঞাপনের শেষে বলা হয়, ‘ক্রিকেট বিশ্বের নতুন তারকা খেলবে ভারতের বিপক্ষে।’
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত। এই সিরিজ উপলক্ষ্যে তৈরি করা বিজ্ঞাপনটির শুরুতেই দেখা যায় একদল ছেলে দুই ভাগ হয়ে ক্রিকেট খেলতে নামছে। সবচেয়ে ছোট ছেলেটা দল পায় সবার শেষে। বড় একটা ছেলেকে বলতে শোনা যায়, ‘এই বাংলাদেশ, চলে আয়।’
খেলতে গিয়ে কিছুই পারে না ‘বাংলাদেশ’ নামের ছোট্ট ছেলেটি। হাত না ঘুরিয়ে আস্তে করে বল দিলেও সে বোল্ড হয়ে যায়। ফিল্ডিং করতে গিয়েও বল ধরতে পারে না। কিন্তু হঠাৎই একদিন সে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। দৃপ্ত ভঙ্গিতে বোলারকে বলে দূর থেকে ভালোমতো হাত ঘুরিয়ে বল করতে। সেই বলে আবার ছক্কাও হাঁকায়। যা দেখে সবাই অবাক। একজন বলে ওঠে, ‘বাচ্চা আর বাচ্চা নেই’।
স্টার স্পোর্টসের এই বিজ্ঞাপন যেন সবাইকে জানিয়ে দিচ্ছে, ক্রিকেট-বিশ্বে বাংলাদেশ এখন এক সমীহ জাগানো শক্তি। ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, শেষ আটের লড়াইয়ে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের কাছে হার, বিশ্বকাপ শেষে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা—সব কিছুই প্রমাণ করছে বাংলাদেশ আর ‘মিনোস’ বা ‘চুনোপুঁটি’ নয়। নিজেদের দিনে সাকিব-মাশরাফিরা বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দিতে সক্ষম। সেই জয়কে ‘অঘটন’ না বলে বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেওয়াই উচিত।