ব্রাজিল দলে নতুন গোলরক্ষক নেতো
কোপা আমেরিকা শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হবে বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি। তার আগে একটা দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। হাঁটুর চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারবেন না গোলরক্ষক দিয়েগো আলভেস। তাঁর পরিবর্তে দলে এসেছেন নেতো নামে পরিচিত নরবার্তো মুরারা।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রাজিলের রুপাজয়ী দলের সদস্য ছিলেন নেতো। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেনও। তবে জাতীয় দলে এখনো খেলার সুযোগ হয়নি ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার ২৫ বছর বয়সী এই গোলরক্ষকের।
চোটের কারণে ব্রাজিল এর আগে হারিয়েছিল মাঝমাঠের অন্যতম ভরসা অস্কারকে। এবার ছিটকে পড়লেন দিয়েগো আলভেসও। ডান হাঁটুতে ব্যথা পাওয়ায় অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ভ্যালেন্সিয়ার এই গোলরক্ষককে।
লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার ‘সি’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা। ১৪ জুন পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের শিরোপা ফিরে পাওয়ার ‘মিশন’।
ব্রাজিল দল :
গোলরক্ষক : জেফারসন, মার্সেলো গ্রোহি, নেতো।
ডিফেন্ডার : দাভিদ লুইজ, মার্কিনহস, থিয়াগো সিলভা, মিরান্দা, ফাবিনিয়ো, মার্সেলো, ফিলিপে লুইস, দানিলো।
মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, ফার্নান্দিনিয়ো, এলিয়াস, সৌজা, এভারটন রিবেইরো, দগলাস কস্তা, উইলিয়ান, ফিলিপ্পে কতিনিয়ো।
স্ট্রাইকার : নেইমার, দিয়েগো তারদেল্লি, রবিনিয়ো, ফিরমিনো।