মালদ্বীপে সাবিনার ৭ গোল
মালদ্বীপে দ্বিতীয় দফা খেলতে গিয়েও গোলের ‘বন্যা’ বইয়ে দিচ্ছেন সাবিনা খাতুন। রোববার মালদ্বীপ উইমেন ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে একাই ৭ গোল করেছেন জাতীয় মহিলা ফুটবল দলের এই স্ট্রাইকার। সাবিনার অসাধারণ নৈপুণ্যে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ১০-০ গোলে সোসাইটি ফর থুন্ডি রিক্রিয়েশন দলকে হারিয়েছে।
২০১৪ সালের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্ষসেরা ফুটবলার সাবিনার সঙ্গে মালদ্বীপে খেলতে গেছেন মিডফিল্ডার মিরানা খাতুন ও গোলরক্ষক সাবিনা আক্তার। তিনজনই খেলছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সে।
মালদ্বীপের এই টুর্নামেন্টে অংশ নিতে গত ১৯ মে ঢাকা ছেড়ে যান এই তিন ফুটবলার। সেখানে তাঁদের অন্তত চারটি ম্যাচ খেলার কথা রয়েছে। ২৪ মে থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৪ জুন শেষ হবে।
গত মার্চ-এপ্রিলে মালদ্বীপ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন সাবিনা। ওই টুর্নামেন্টে মালদ্বীপ পুলিশের হয়ে ৩৭টি গোল করেছিলেন তিনি।