বার্সার প্রীতি ম্যাচে আট গোলের রোমাঞ্চ
কাতারের ক্লাব আল-আহলির বিপক্ষে বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। তবে মাঠের লড়াই দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এটা ছিল একটা প্রীতি ম্যাচ। আট গোলের রোমাঞ্চকর এক জমজমাট লড়াই-ই দর্শকদের উপহার দিয়েছেন দুই দলের ফুটবলাররা। গোল করেছেন বার্সার তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।
১৭ মিনিটের মধ্যেই আল-আহলির জালে তিনবার বল জড়িয়েছিলেন মেসি-সুয়ারেজ-নেইমার। আট মিনিটে মেসির ক্রস থেকে হেড করে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন সুয়ারেজ। দুই মিনিট পর মেসি নিজেই করেন নিজের প্রথম ও ম্যাচের দ্বিতীয় গোল। ১৭ মিনিটে জাদু দেখিয়েছেন নেইমার। বাঁকানো এক শটে বল জড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের জালে। ৩২ মিনিটে তিনজনকেই মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ লুইস এনরিকে। তাতেও অবশ্য গোলের বন্যা বইয়ে দিতে কোনো সমস্যা হয়নি কাতালানদের। প্রথমার্ধেই বার্সেলোনার পক্ষে আরো দুটি গোল করেছিলেন পাকো আলেসার ও রাফিনহা।
প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয়টা নিশ্চিতই হয়ে গিয়েছিল বার্সেলোনার। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কাতারের শীর্ষ ক্লাব আল-আহলি। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন এশিয়ার বর্ষসেরা ফুটবলার্ ওমর আবদুর রহমান।
কাতার এয়ারওয়েজের সঙ্গে স্পন্সরশিপ চুক্তির অংশ হিসেবে এই ম্যাচ খেলেছিল বার্সেলোনা। আগামী বছরের জুনে শেষ হবে তাদের চুক্তির মেয়াদ।
প্রীতি ম্যাচ হলেও কাতারের ক্লাব আল-আহলিকে হারিয়ে একটি শিরোপাও ঘরে তুলেছে বার্সেলোনা। ‘ম্যাচ অব চ্যাম্পিয়নস’-এর তকমা পাওয়া ম্যাচটি জিতে কাতালানরা পেয়েছে একটি গোল্ড কাপ। যা বিশেষভাবেই বানানো হয়েছিল এই ম্যাচটির জন্য।