রোনালদোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ রিয়ালের
কিছুদিন আগেই চতুর্থ ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। এই পুরস্কারটা পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যেন আরো উজ্জীবিত হয়ে ওঠেন। রোববার ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল রিয়াল মাদ্রিদ, আর তাতে রোনালদো করেছেন হ্যাটট্রিক।
জাপানের ইয়োকোহামায় স্বাগতিক ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৪-২ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। গত তিন বছরে এটি তাদের দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ শিরোপা। এই জয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকল জিনেদিন জিদানের দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল, করিম বেনজেমার গোলে। নয় মিনিটে বক্সের বাইরে থেকে সতীর্থ মডরিচের শট ফিরিয়ে দিয়েছিলেন কাশিমা গোলরক্ষক সোগাহাতা, কিন্তু সেটি গিয়ে পড়ল সামনে দাঁড়ানো বেনজেমার পায়ে। বলটাকে জালে জড়াতে একটুও ভুল করেননি এই ফরাসি স্ট্রাইকার।
বিরতির ঠিক আগে ম্যাচের সমতায় ফেরে জাপানের ক্লাবটি। ম্যাচের ৪৪ মিনটে শিবাসাকি দুর্দান্ত এক শটে বল জড়ান জালে। ৫২ মিনিটে দলের গোল ব্যবধান দ্বিগুণও করে ফেলেন শিবাসাকি, প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে দুর্দান্ত শটে বল জালে পাঠান কাশিমা স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলে স্বাগতিক ক্লাবটি। পরে টানা তিনটি গোল হজম করে। এই তিনটি গোলই এসেছে রোনালোদার পা থেকে।
৫৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম করে খেলার (২-২) সমতায় নিয়ে আসেন রোদালদো। নির্ধারিত ৯০ মিনিট এই ব্যবধান ধরেও রাখে এশিয়ার ক্লাবটি।
তবে অতিরিক্ত সময়ে রোদালদোকে একেবারেই অন্যরূপে দেখা যায়। ৯৮ মিনিটে বেনজেমার পাসে ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন পর্তুগালের এই ফরোয়ার্ড। ১০৪ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সদ্য ব্যালন ডি’অর জেতা এই তারকা ফুটবলার।