ওমানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ
গতবারও এই ওমানের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। এবারও ফাইনালে তা হলো। একই দলের কাছে হেরে শিরোপা হাতছাড়া করল লাল-সবুজের দল।
আজ রোববার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ম্যাচে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ। গতবার ফাইনালে এই ওমানের কাছে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিল।
ম্যাচে বাংলাদেশের পক্ষে দুটি গোল করেন আশরাফুল ইসলাম ও ফজলে রাব্বী।
আর ওমানের পক্ষে আল ফাহাদ, আল সালাহ, আল কাশিম, আল ফাজারি একটি করে গোল করেন। আর আল শিবলি দুটি গোল করেন।
আসরের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। পরে গত মঙ্গলবার তারা ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আর বৃহস্পতিবার ১-০ গোলে হারায় সিঙ্গাপুরকে।
গতকাল শনিবার সেমিফাইনালে ৪-১ গোলে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। কিন্তু ফাইনালে গিয়ে আর পারেনি তারা। শিরোপা হাতছাড়া করে। তবে গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।