রানার্সআপ চান না বলে পদক ছুড়ে মারলেন মরিনিয়ো
প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন জোসে মরিনিয়ো। তাও নিজেদের ভুলের কারণে খেসারত দিতে হলো তাদের। শিরোপা হারিয়ে তাই হতাশা লুকিয়ে রাখতে পারেননি রোমার কোচ মরিনিয়ো।
ইউরোপা লিগের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নিজের রানার্সআপ পদক গ্যালারিতে ছুড়ে ফেললেন মরিনিয়ো।
হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় গতকাল বুধবার রাতের ফাইনালে টাইব্রেকারে রোমাকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত সময়েও মেলেনি গোলের দেখা। ফলে ম্যাচের ফল নির্ধারণ হয় পেনল্টিতে। যেখানে শেষ হাসি হাসে সেভিয়া।
টাইব্রেকারে সেভিয়ার চারজন শট নেন সবাই পান জালের দেখা। কিন্তু রোমা একটির বেশি গোল করতে পেরেনি। অথচ ম্যাচের নির্ধারিত সময়ে প্রথম গোলের দেখা পায় রোমাই। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার গোলে ম্যাচের ৩৪তম মিনিটেই এগিয়ে যায় রোমা। কিন্তু বিরতির পর রোমার আত্মঘাতি গোলই কাল হয়ে দাঁড়ায় তাদের। যার খেসারত দিতে হয় তাদেরই।
এই হতাশাই যেন ছেয়ে বসল মরিনিয়োকে। পদক ছুড়ে মেরে তাইতো জানালেন, রানার্সআপ পদকের প্রতি তার আগ্রহ নেই। মুভিস্টারকে মরিনিয়ো বললেন, ‘হ্যাঁ, এটাই আমি করেছি। সিলভার মেডেলের কোনো প্রয়োজন নেই আমার। এটি আমি চাই না। রানার্স আপ পদক নিজের কাছে রাখি না। এ জন্যই দিয়ে দিয়েছি।’
তবে ম্যাচ হেরে অবশ্য হতাশ হলেও শিষ্যদের নিয়ে গর্ব করতে ভুল করেননি রোমা কোচ। তিনি বলেছেন, ‘আমরা ক্লান্ত, তবে গর্বিত। আমি সবসময়ই বলি, একটা ফুটবল ম্যাচ হারা যায়, কিন্তু মর্যাদা ও পেশাদারীত্ব হারানো যায় না। এই ম্যাচ হেরেছি কিন্তু যে কোনো সময়র চেয়ে বেশি গর্ব নিয়ে ঘরে ফিরব। এই মৌসুমে ছেলেরা নিজেদের শতভাগ ঢেলে দিয়েছে।’