আবারো ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া
টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। ফিওরেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর বৃহস্পতিবার দ্বিতীয় লেগে ২-০ গোলের জয় পেয়েছে গতবারের শিরোপাজয়ীরা।
আরেক ইতালিয়ান ক্লাব নাপোলিকে চমকে দিয়ে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠে গেছে ইউক্রেনের ক্লাব নিপ্রো নিপ্রোপেত্রভস্ক। প্রথম লেগ ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে নিজেদের মাঠে নিপ্রোপেত্রভস্ক জিতেছে ১-০ গোলে।
এবারের শিরোপাও জিততে পারলে ইউরোপা লিগে সবচেয়ে বেশি চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়তে পারবে সেভিয়া। এখন পর্যন্ত সেভিয়া ছাড়া তিনটি করে শিরোপা জিতেছে লিভারপুল, জুভেন্টাস ও ইন্টার মিলান। এবার ফাইনালে জয় পেলেই সবাইকে ছাড়িয়ে যেতে পারবে সেভিয়া।
অন্যদিকে, নিপ্রোপেত্রভস্কের সামনে ইউক্রেনের দ্বিতীয় ক্লাব হিসেবে ইউরোপা লিগের শিরোপা জয়ের হাতছানি। এর আগে ২০০৯ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল শাখতার দোনেৎস্ক। তার পর এবারই প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে উঠল ইউক্রেনের কোনো ক্লাব।