কোহলির পোস্টারের সামনে হোঁচট খেয়ে ভাইরাল রোহিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত। ব্যাটারদের কল্যাণে প্রথমদিন শেষে ওভালে এগিয়ে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচ নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার থেকে বেশি আলোচনা হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার একটি ছবি নিয়ে।
গতকাল বুধবার (৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টস করার জন্য যখন নীচে নামছিলেন তখন তিনি স্লিপ খেয়ে যান এবং প্রায় ডিগবাজি খাচ্ছিলেন। কিন্তু তিনি তার ব্যালান্স ফিরে পান এবং ঠিকঠাক দাঁড়িয়ে পড়েন। তার এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিওটি বেশি আলোচনায় আসার পেছনে অন্যতম কারণ অবশ্য বিরাট কোহলি। কেননা রোহিত যেখানে হোঁচট খেয়েছেন, তার ঠিক পেছনেই এক সমর্থকদের হাতে কোহলির নাম লেখা একটা পোস্টার ছিল। মূলত সেই কারণেই বিষয়টি নিয়ে এত আলোচনা হয়েছে।
নেটিজেনদের মতে, কোহলি-রোহিতের পুরনো তিক্ততার জেরেই এই ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে ওভাল টেস্টের প্রথম দিন শেষে ব্যকফুটে ভারত। স্টিভেন স্মিথ-ট্রাভিস হেডের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অস্ট্রেলিয়া, শিরোপা জিততে মরিয়া। অন্যদিকে, গতবার ফাইনালে গিয়েও শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চান রোহিত-কোহলিরা।