ব্রায়ান লারাকে স্পর্শ রোহিতের

টসে হারা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। টানা ১২ ওয়ানডেতে টসে হেরেছেন এই তারকা ক্রিকেটার। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই রেকর্ড ধরে রাখলেন সেই ধারা। টস হারের বিশ্বরেকর্ডে এখন ক্যারিবীয় কিংবদন্তি লারার পাশে রোহিত।
ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর ১১টি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেন রোহিত। এই সময়ে কোনো ম্যাচেই জিততে পারেননি টসে। রোহিতের পাশাপাশি দল হিসেবে ভারতও টসে জিততে পারছে না। টানা ১৫ ম্যাচে টস ভাগ্য সঙ্গী হয়নি কোহলিদের। ভারতের হয়ে রোহিত ১২টি ও বাকি তিনটি ম্যাচে টসে হারেন সূর্যকুমার যাদব।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টস হেরে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত। ওয়ানডে ইতিহাসে টস হারের দিক দিয়ে কিংবদন্তি ব্রায়ান লারার পাশে রোহিতের নাম। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টসে হেরেছিলেন লারা। এই তালিকায় এতদিন তিনিই ছিলেন শীর্ষে।
এই তালিকায় দুইয়ে আছে নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরোন। টানা ১১ ম্যাচে হেরেছেন তিনি। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত টানা টসে হেরেছিলেন ডাচ অধিনায়ক।