ফ্রেঞ্চ ওপেনের মুকুট ধরে রাখলেন ইগা সিওনতেক
শেষ শটটি প্রতিপক্ষ মিস করার পর র্যাকেটটা ফেলে মুখ ঢাকলেন। এরপর উল্লাসে মাতলেন। রোঁলা গাঁরোর লাল মাটিতে পোল্যান্ডের ইগা সিওনতেকের টানা দ্বিতীয় শিরোপা জয়। এমনটিই যেন হওয়ার কথা ছিল। ফ্রেঞ্চ ওপেনে এসেছেন শীর্ষ বাছাই হিসেবে৷ পোলিশ তারকা শেষটাও করলেন সেরার মতোই।
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের
ফাইনালে ক্যারোলিনা মুচোভাকে ৬-২, ৫-৭ ও ৬-৪ গেমে হারিয়ে গত চার বছরে তৃতীয়বারের মতো জিতলেন এই শিরোপা।
ফাইনালের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা সেমি ফাইনালেই জানান দিয়েছিলেন, তিনিও জিততে এসেছেন। সেমিতে দ্বিতীয় বাছাই অ্যারিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে আসেন ৪৩ নম্বরে থাকা মুচোভা। কিন্তু ফাইনালের প্রথম সেটে দাঁড়াতেই পারলেন না সিওনতেকের সামনে। ৬-২ গেমে প্রথম সেট জেতেন সিওনতেক। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মুচোভা। প্রাণপণ লড়াইয়ে ৭-৫ গেমে জিতে ফিরে আসেন ম্যাচে।
তৃতীয় সেটে একটা সময় লড়াই জমে উঠেছিল। ২-০ গেমে এগিয়েও গিয়েছিলেন মুচোভা। তবে শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। ৬-৪ গেমে জিতে যান সিওনতেক। আর এতে মাত্র চার বছরেই ছুঁয়ে ফেলেন নারী টেনিসের দুই কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও মনিকা সেলেসকে। ক্যারিয়ারে তারাও তিনটি করে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। তবে সিওনতেকের ক্যারিয়ারে সুযোগ আছে এই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার।
টানা দুই শিরোপা জিতে গড়েছেন আরেক কীর্তি। সিওনতেকের আগে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার কীর্তি শুধু জাস্টিন হেনিনের৷ সর্বশেষ ১৬ বছর আগে তিনি টানা দুইবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন।
গত চার বছরে চারটি গ্র্যান্ডস্লাম জিতেছেন সিওনতেক। যার তিনটিই ফ্রেঞ্চ ওপেন। বাকিটা ইউএস ওপেন। এবারও রোঁলা গাঁরোতে খেলেছেন সেরার মতোই। সাফল্যও ধরা দিয়েছে লাল মাটি ছুঁয়ে আসা শুভ্র জামায়।