ফ্রেঞ্চ ওপেন শেষ বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচের
ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। এবারের আসরেও শীর্ষ বাছাই হিসেবে খেলতে এসেছিলেন তিনি। তবে, মাঝপথে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন জকোভিচ। ডান হাঁটুর চোটে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেন্স ওপেন শেষ হয়ে গেল সার্বিয়ান এই তারকার।
এর আগে চলতি আসরে চতুর্থ রাউন্ড পর্যন্ত উঠেছিলেন জকোভিচ। রোঁলা গাঁরোর লাল মাটিতে আসরের প্রথম দুই ম্যাচে নিজের মতো করেই এগিয়েছিলেন তিনি। তবে, তৃতীয় রাউন্ডে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় তাকে। শীর্ষ বাছাই জকোভিচকে তৃতীয় রাউন্ডে চ্যালেঞ্জ জানান ইতালির লরেঞ্জো মুসেত্তি।
২২ বছর বয়সী মুসেত্তির সঙ্গে পাঁচ সেটের থ্রিল শেষে গত ২ জুন জয়ের দেখা পান জকোভিচ। সাড়ে চার ঘণ্টার লড়াইয়ের পর জয়ের হাসি হাসেন। ৩০তম বাছাই মুসেত্তিকে ৭-৫, ৬-৭, ২-৬, ৬-৩ ও ৬-০ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন জকোভিচ। সেই ম্যাচে হাঁটুতে চোট অনুভব করেন জকোভিচ।
এমআরআই রিপোর্টে হাঁটুতে সমস্যার বিষয়টি নিশ্চিত হয়। এরপর রোঁলা গাঁরো (ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ মঙ্গলবার (৪ জুন) নিশ্চিত করে জকোভিচের নাম প্রত্যাহারের বিষয়টি।
জকোভিচের আগে টেনিসের আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল এবারের আসর থেকে বিদায় নেন। নাদাল অবশ্য প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছিলেন আলেকজান্ডার জভেরেভের কাছে।