ক্যানসার আক্রান্ত স্ত্রীর পাশে থাকতে চাকরি ছাড়লেন বিসিবির ফিজিও
স্ত্রী অসুস্থ বা রোগাক্রান্ত হলে সাধ্যমতো তার সেবা করা স্বামীর কর্তব্য। ভালোবাসা মানে একরাশ বিশ্বাস আর পাশে থাকার অনুপ্রেরণা। এবার প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
আজ বৃহস্পতিবার (২২ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। চলতি বছরই ক্যালেফাতোর সঙ্গে দুই বছরের চুক্তি করে বিসিবি। আগে জাতীয় দলের ফিজিও হিসেবে কাজ করলেও পরবর্তীতে চোটআক্রান্ত ক্রিকেটারদের কথা মাথায় রেখে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।
জানা গেছে, ক্যালেফাতোর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। দেশে ফিরে স্ত্রীকে সময় দিতে চান তিনি। তার পরিবর্তে পুর্নবাসন কেন্দ্রের জন্য নতুন কাউকে খোঁজা হচ্ছে।
আগামী ৩০ জুন ক্যালেফাতোর শেষ কর্মদিবস। ফিজিও হিসেবেও বেশ অভিজ্ঞ তিনি। এর আগেও বেশ কয়েকটি ইংলিশ ক্লাবের দায়িত্বে ছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ক্রিকেট ছাড়াও রাগবি, হকিসহ বেশ কয়েকটি দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।
২০১৯ সালে ফিজিও হিসেবে যুক্ত হন ক্যালেফাতো। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। সেটাই ছিল জাতীয় দলের জার্সিতে তার প্রথম অ্যাসাইনমেন্ট। করোনাকালীন সময়ে বায়োবাবলে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠার কারণে সেসময় বিসিবির দায়িত্ব ছেড়েছিলেন ক্যালেফাতো। এরপর চলতি বছরের জানুয়ারিতে ফের বিসিবির দায়িত্ব ফেরেন তিনি।