ভারতের বিপক্ষে নারী দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
আসন্ন জুলাইতে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সোমবার (২৬ জুন) ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে।
সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়াতে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ, বিসিবিতে দেওয়া এক ভিডিওবার্তায় এমনটিই বলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৯ জুলাই মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুই ম্যাচ ১১ ও ১৩ জুলাই। ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
এর আগে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ঈদের ছুটি শেষে ৩০ জুন সবাইকে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিতে হবে। ১ জুলাই থেকে শুরু হবে অনুশীলন।
বাংলাদেশ নারী দলের প্রাথমিক স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মুস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানি, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।