বিশ্বকাপের সুপার সিক্সে যে সমীকরণ বাংলাদেশের সামনে
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। বিশ্বকাপে বেশ ছন্দে আছে বাংলাদেশের তরুণীরা। গ্রুপপর্বে হারিয়েছে ইংল্যান্ডকে। অল্পের জন্য হারাতে পারেনি অস্ট্রেলিয়াকে। তবে, সুপার সিক্সে ঠিকই জায়গা করে নিয়েছে গ্রুপ ১ এ।
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৬ জানুয়ারি ভারতের বিপক্ষে এবং ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
‘ডি’ গ্রুপ রানার্সআপ হওয়ায় সুপার সিক্সে গ্রুপ ১ এ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে এ ও ডি গ্রুপের সেরা ছয় দলকে। ফলে, এ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে বাংলাদেশ।
সুপার সিক্সে গ্রুপ ২ এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।
তবে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ দুটি জিতলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত নয়। কারণ, গ্রুপ পর্বে খেলা ম্যাচের পয়েন্টও হিসাবের মধ্যে আসবে। এখানে যারা সুপার সিক্সে উঠেছে, তাদের বিপক্ষে পাওয়া পয়েন্টই শুধু যোগ হবে।
সুপার সিক্সে এখন ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে। শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। তালিকার তিন নম্বরে আছে শ্রীলঙ্কা।