সাকিবের পর আফগান শিবিরে তাসকিনের আঘাত
বৃষ্টির পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতায় ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ধুঁকে ধুঁকে ১৬৯ রান তোলে বাংলাদেশ। বৃষ্টি আইনে সেই লক্ষ্য কমে দাঁড়িয়েছে ১৬৪। ওয়ানডে ক্রিকেটের হিসেবে যা খুবই সাদামাটা। সেই পুঁজিকে আরও সহজ করে তুলেছে আফগান ব্যাটাররা। অবশেষে সাকিব-তাসকিনের কল্যাণে ভাঙল আফগানদের প্রতিরোধ।
আজ বুধবার (৫ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে ব্যাটিং করে আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১৫ ওভারে ৫৩ রান তুলে ফেলেছিল সফরকারীরা। দলীয় ৫৪ রানের মাথায় সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন গুরবাজ। ৪৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
তার বিদায়ের পর আরেক ব্যাটার রহমত শাহ ক্রিজে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ৭০ রানে তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে লিটনের হাতে ধরা পড়েন তিনি। এর আগে, ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান দাঁড় করায় বাংলাদেশ। একমাত্র তাওহিদ হৃদয় বাদে আর কোনো ব্যাটার সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। আফগানদের হয়ে পেসার ফজল হক ফারুকী ও স্পিনার রশিদ খান অসাধারণ বোলিং করেছেন।