বৃষ্টি আইনে নতুন যে লক্ষ্য পেল আফগানিস্তান
বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। সাগরিকায় প্রথম ওয়ানডে তৃতীয় দফায় বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টি শুরু আগে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৩ রান তুলে ফেলে আফগানরা। ডিএল মেথডে এই সময় আফগানদের দরকার ছিল ৬৭ রান। যার মানে বৃষ্টি আইনে ১৬ রানে এগিয়ে সফরকারীরা। অবশেষে বৃষ্টি থামায় নতুন লক্ষ্য পেয়েছে আফগানরা।
আজ বুধবার (৫ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে ব্যাটিং করে আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দলীয় ৫৪ রানের মাথায় সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন গুরবাজ। ৪৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
তার বিদায়ের পর আরেক ব্যাটার রহমত শাহ ক্রিজে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ৭০ রানে তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে লিটনের হাতে ধরা পড়েন তিনি। এরপরই বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। শেষমেষ বৃষ্টি আইনে আফগানদের নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ২৯ ওভারে ১১১ রান। যেহেতু এরই মধ্যে ২১.২ ওভার ব্যাটিং করেছে তারা। তাই বাকি ৭.৪ ওভারে তাদের করতে হবে আরও ২৮ রান।
এর আগে, ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান দাঁড় করায় বাংলাদেশ। একমাত্র তাওহিদ হৃদয় বাদে আর কোনো ব্যাটার সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। আফগানদের হয়ে পেসার ফজল হক ফারুকী ও স্পিনার রশিদ খান অসাধারণ বোলিং করেছেন।