হারের কারণ হিসেবে যা বললেন তামিম
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের খেলা দেখে ভক্ত-সমর্থকদের বেশিরভাগই হতাশ-বিরক্ত। যে দলটিকে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন দেখা হচ্ছে, তাদের এমন হতশ্রী পারফরম্যান্স মানতে পারছেন অনেকেই। আফগানদের বিপক্ষে এমন হারের কারণ কী, ম্যাচশেষে তাই জানালেন অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (৫ জুলাই) প্রথম ওয়ানডে শেষে হারের কারণ হিসেবে তামিম বলেন, ‘আবহাওয়া ও উইকেট বা অন্যান্য কিছুকে আমার মনে হয় না দায় দেওয়ার কিছু আছে। এসব খেলারই অংশ। আমাদের শুরুটা ভালো ছিল। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৫০ রানের মতো ছিল। এরপর দুই দফায় পর পর উইকেট হারিয়েছি।’
বাংলাদেশের ব্যাটারদের হতশ্রী ব্যাটিং প্রসঙ্গে তামিমের ভাষ্য, ‘সত্যি বলতে কোনো উইকেটই এমন ছিল না যে অসাধারণ কোনো ডেলিভারি বা উইকেট নেওয়ার মতো বল। বরং আমিসহ আমাদের ব্যাটাররা আলগা শট খেলেছে। এটাই ছিল ব্যাপার। ১৬০ রান যথেষ্ট নয়। উইকেট কিছুটা ট্রিকি ছিল অবশ্যই, বিশেষ করে শুরুতে। তবে আমরা যদি ২৫০-২৬০ রান করতে পারতাম, তাহলে ভালো খেলা হতে পারত।’
সাকিব-তামিমদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তরুণ তাওহিদ হৃদয়। খেলেন ৬৯ বলে ৫১ রানের ইনিংস। প্রতিভাবান এই ক্রিকেটারের প্রশংসা করে তামিম বলেন, ‘আজকে তার মাত্র সপ্তম ম্যাচ ছিল। প্রতিবারই ব্যাট করতে নেমে সে সবাইকে মুগ্ধ করে চলেছে। এই মুহূর্তে ওকে দারুণ মনে হচ্ছে।’
ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলেন হৃদয় নিজেও। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে সবাই পরিণত। জাতীয় দলে অনেকেই অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সবাই অনেক অভিজ্ঞ। সবাই ব্যক্তিগতভাবে এখান থেকে বেরিয়ে আসবে। আমরা ড্রেসিংরুমে কথা বলি, সবাই সবাইকে সমর্থন দিই। আমাদের বিশ্বাস, এই জায়গা থেকে ফিরে আসব।’
প্রথম ম্যাচ হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আগামী শনিবার। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।