ছোট ভুলগুলো শুধরে জিততে চায় বাংলাদেশ : লিটন
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছে হার দিয়ে। তারপর তামিম ইকবালের অবসর কাণ্ড নিয়ে আচমকা ঝোড়ো হাওয়া। মাঠের ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশ দপ করেই মাটিতে নেমে এলো। তবে, সব কিছু মাঠের বাইরে রেখেই আজ শনিবার (৮ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
তামিমের অনুপস্থিতিতে সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কত্ব সামলাবেন লিটন দাস। দেশের অন্যতম সেরা এই ওপেনার শুক্রবার (৭ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হারের অন্যতম কারণ হিসেবে দায়ী করেছিলেন, বাংলাদেশের ছোট ছোট ভুলগুলোকে।
আজকের ম্যাচে সেসব ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। হারলেই প্রথমবারের মতো আফগানদের কাছে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে।
লিটন বলেন, ‘চেষ্টা থাকবে সিলি মিসটেকগুলো যাতে না করি। যত কম করব, ততই আমাদের জন্য ভালো।’
একদিকে, পা হড়কালেই বিপদ। অন্যদিকে, স্পিনের পাশাপাশি পেস বোলিংয়েও দারুণ আক্রমণভাগ আফগানদের। যদিও, ভয় না পেয়ে বাংলাদেশ প্রস্তুত চ্যালেঞ্জ গ্রহণ করতে।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা আফগানিস্তানের চেয়ে এক ম্যাচ পিছিয়ে আছি। দলের সবার মনোযোগ এখন ম্যাচের দিকে। গত ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। আগামীকাল নতুন দিন, নতুন চ্যালেঞ্জ।’
তামিম ফিরে এসেছেন। ভুল শুধরে এবার বাংলাদেশের ফেরার পালা।