ম্যাচের আগে বাংলাদেশের স্বস্তি
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ শনিবার (৮ জুলাই)। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আফগানদের কাছে হেরে যাওয়া বাংলাদেশের কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে চলা ম্যাচটি আজ অঘোষিত ফাইনাল। হারলে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে সিরিজ হারের লজ্জায় পড়বে বাংলাদেশ।
তবে, এমন ম্যাচের আগে অল্প হলেও স্বস্তি পেল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। চোটের কারণে আফগানিস্তান দল থেকে ছিটকে পড়েছেন পেসার নাভিন উল হক। হাঁটুর চোটে পুরো সফরই শেষ হয়ে গেল আফগান ফাস্ট বোলারের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার মাধ্যমে নিশ্চিত করে এটি।
আফগানদের স্পিন আক্রমণ বরাবরই বিশ্বমানের। চলমান সিরিজে তাদের পেস বোলিংও যথেষ্ট সমীহ আদায় করে নিয়েছে। প্রথম ম্যাচেই বাংলাদেশ দল তা টের পেয়েছে। যদিও, নাভিনকে টি-টোয়েন্টিতে খেলানোর পরিকল্পনা করেছিল আফগানরা। কিন্তু, হাঁটুতে সার্জারি লাগবে তার। তাই বলা চলে, খানিকটা হলেও স্বস্তি এসেছে বাংলাদেশ শিবিরে।