এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য আফগানদের
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। টানা দুই ম্যাচে আধিপত্য রেখে বাংলাদেশকে হারিয়েছে তারা। আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। সিরিজের শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য সফরকারীরদের। ম্যাচের আগের তেমনটাই জানালেন দেশটির বোলিং কোচ হামিদ হাসান।
এর আগে আজ সোমবার (১০ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন আফগানিস্তানের বোলিং কোচ হামিদ হাসান। চলতি সিরিজে আফগানদের বোলিংয়ে সামনে দুই ম্যাচেই অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ। তবে, শুধু বোলিংকে কৃতিত্ব না দিয়ে সম্মিলিত অবদানের কথা বললেন আফগান বোলিং কোচ।
হামিদ বলেন, ‘ছেলেরা নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। শুধু বোলিংয়েই নয়, ব্যাটিং এমনকি ফিল্ডিংয়েও। সবাই মিলে সেরাটা দিয়েছে। এতে, আমরাও ভালো ফল পেয়েছি।’
এই সিরিজের আগে বাংলাদেশের ফর্মের ধারাবাহিকতা কথা বলেছিল বাংলাদেশের হয়ে। বিশেষ করে হোম সিরিজ ও রঙিন পোশাকে বাংলাদেশকে হারানো সহজ ব্যাপার নয়। সেখানে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে আফগানরা।
শেষ ওয়ানডেতেও বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়ে নামবে আফগানিস্তান, এ কথা জানিয়ে হামিদ বলেন, ‘যে কোনো দলই চাইবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে। আশাকরি, ‘কালকের ম্যাচেও আমরা জিততে পারব। আমরা আমাদের ইতিবাচক খেলাটাই খেলব।’