হেরেও যে সুবিধা দেখছে বাংলাদেশ
দুই ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় হার, বাংলাদেশ দাঁড়িয়ে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে শেষ ম্যাচের আগে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোকের যথেষ্ট অভাব।
অথচ ওয়ানডে বিশ্বকাপের বছরে আফগান সিরিজটাকে নিজেদের ঝালিয়ে নেওয়ার উপলক্ষ্য হিসেবে নিয়েছিল বাংলাদেশ। অথচ সেখানেই ভরাডুবি। এমন অবস্থাতেও সুবিধা দেখছেন বাংলাদেশ দলের সহকারি কোচ নিক পোথাস। তাঁর মতে বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের শক্তি-দুর্বলতার জায়গাগুলো বুঝতে পারছে বাংলাদেশ, যা কাজে দেবে বিশ্বকাপে। এমনটিই মনে করেন বাংলাদেশ দলের এ সহকারি কোচ।
চলতি সিরিজে বাংলাদেশের সবচেয়ে যে দুর্বলতা চোখে পড়েছে তা হলো, আফগান স্পিনারদের সামনে ব্যাটারদের অসহায়ত্ব। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানকে নিয়ে গড়া আফগান স্পিন অ্যাটাক নাকানি-চুবানি খাইয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচে বাংলাদেশের যাওয়া ১৯ উইকেটের ১১টিই নিয়েছেন এই ত্রয়ী।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান স্পিনারদের প্রশংসা করে নিক পোথাস বলেন, ‘সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক এই মুহূর্তে বিশ্বের সেরা। তাদের তিনজন বোলার আছে যারা একসঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছে। বিশেষ করে সাদা বলে ওরা অসাধারণ। এমন বোলার পাওয়া যে কোনো অধিনায়কের জন্য স্বপ্নের মতো।’
একই সঙ্গে সিরিজে তাদের মুখোমুখি হওয়াটা বাংলাদেশের জন্য সুবিধা বলে মনে করেন পোথাস। পোথাস বলেন, ‘টেকনিক্যালি ওরা আমাদের যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছে, এটা আমাদের জন্য বাড়তি সুযোগ। এটা আমাদের আরও ভালোভাবে তৈরি করবে। আপনি যদি ওদের মোকাবিলা করতে পারেন, তাহলে যে কারও বিরুদ্ধে খেলতে পারবেন। আমাদের প্রস্তুতির জন্য এটি খুবই প্রয়োজন।’