শেষ ওয়ানডেতে বড় দুঃসংবাদের শঙ্কায় বাংলাদেশ
নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া দল। ঘরের মাঠে গত কয়েক বছরের পারফরম্যান্স যার বড় প্রমাণ। ওয়ানডেতে উড়তে থাকা বাংলাদেশকে এবার সিরিজ হারের স্বাদ দিল আফগানিস্তান। এমন শোচনীয় হারের কারণে হোয়াইটওয়াশের শঙ্কায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
আফগানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে হতাশ সমর্থকরা। অবশ্য তাদের এমন হতাশ হওয়ায় যৌক্তিক। কারণ, সামর্থ্যের প্রমাণটা যে ঠিকঠাক দিতে পারেনি লিটন দাসের দল। স্বাভাবিকভাবেই এমন অপ্রত্যাশিত হারে বেশ প্রভাব পড়েছে দলের ওপর।
সিরিজ জয়ের স্বপ্ন শেষ হওয়ায় তৃতীয় ওয়ানডেতে এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই মূল চ্যালেঞ্জ স্বাগতিকদের। তবে, এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তার ভাঁজ। কারণ, আফগানদের কাছে হেরে গেলে যে দিতে হবে চড়া মাশুল।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৯৮ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের সাতে ছিল বাংলাদেশ। তবে, টানা দুই ম্যাচ হারাতে পাঁচ রেটিং হারিয়েছে স্বাগতিকরা। ৯৩ রেটিং এখন বাংলাদেশের। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জিতে রেটিংয়ের পাশাপাশি র্যাঙ্কিং বেড়েছে আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে টপকে তারা এখন বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে। আফগানদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৯১তে। তাই শেষ ম্যাচ জিতলেই বাংলাদেশকে টপকে র্যাঙ্কিংয়ের সাতে ওঠে আসবে সফরকারীরা। পাশাপাশি তাদের রেটিং বেড়ে দাঁড়াবে ৯৪। আর বাংলাদেশের কমে দাঁড়াবে ৯১। র্যাঙ্কিংয়ের আটে অবনমন হবে বাংলাদেশের।
হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি তৃতীয় ম্যাচ এখন বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখার মিশনও বটে। সেই চ্যালেঞ্জে কতটা সফল হতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।