শেষ ওয়ানডেতে ফারুকীর খেলা অনিশ্চিত
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের দুশ্চিন্তার অন্যতম বড় কারণ ছিল আফগান পেসার ফজলহক ফারুকী। এই আফগান পেসারের বোলিং তোপের সামনে টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তবে, আফগানদের জন্য দুশ্চিন্তার খবর, চোটের কারণে শেষ ওয়ানডে অনিশ্চিত এই পেসার।
আজ সোমবার (১০ জুলাই) এক বিবৃতির মাধ্যমে ফারুকীর চোটের বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওই বিবৃতিতে জানানো হয় দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর চোটে পড়েছেন ফারুকী। যার ফলে তৃতীয় ওয়ানডের একাদশে তাকে নাও দেখা যেতে পারে।
আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম ম্যাচের পর ফারুকী কিছুটা সমস্যা অনুভব করেন। আজও কিছু সমস্যা থেকে যাওয়ায় আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। তবে আশা করছি তৃতীয় ওয়ানডে ম্যাচে তিনি খেলতে পারবেন।’
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ানডেতে অনেকটাই নির্ভার ক্রিকেট খেলবে আফগানিস্তান। ম্যাচের আগের দিন সেই বার্তাই দিয়েছে সফরকারীরা।
চলতি সিরিজে আফগানদের বোলিংয়ে সামনে দুই ম্যাচেই অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ। তবে, শুধু বোলিংকে কৃতিত্ব না দিয়ে ব্যাটারদের অবদানের কথাও বললেন আফগান বোলিং কোচ হামিদ হাসান।
ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে হামিদ বলেন‘যে কোনো দলই চাইবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে। আশাকরি, ‘কালকের ম্যাচেও আমরা জিততে পারব। আমরা আমাদের ইতিবাচক খেলাটাই খেলব।’