টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের জন্য দিনটি হতে পারত সিরিজ জিতে শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার। অথচ, নিজেদের প্রিয় ফরম্যাটে হোয়াইটওয়াশ এড়াতে নেমেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার (১১ জুলাই) ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে টসে হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ।
পুরোপুরি ব্যর্থ একটা সিরিজের শেষ ম্যাচে অন্তত ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডেতে সিরিজ হারা বাংলাদেশ দলকে এই দুই ম্যাচের ফল দিয়ে বিচার করতে নারাজ সহকারি কোচ নিক পোথাস। হতাশা ঝেড়ে ফিরে আসার অনেক নজির আছে এই দলের। এবারও সেই পরীক্ষাই দিতে হবে লিটন দাসদের।
হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি তৃতীয় ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি কারণে। এই ম্যাচ হারলে র্যাঙ্কিংয়ে আট নম্বরে নেমে যাবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের সাতে ছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
টানা দুই ম্যাচ হেরে পাঁচ রেটিং পয়েন্ট হারিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জিতে রেটিংয়ের পাশাপাশি র্যাঙ্কিং বেড়েছে আফগানিস্তানের। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩, আফগানদের ৯১। শেষ ম্যাচ জিতলেই ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে যাবে তারা।
তাই বলা যায়, সাগরিকায় আজ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। একদিকে আফগানদের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লজ্জা অন্যদিকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার শঙ্কা–দুই চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে নেমেছে লিটন দাসের দল।