বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ঘিরে দুঃসংবাদ
টেস্ট, ওয়ানডের পর এবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টির রোমাঞ্চের অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আজ শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুদল। তবে খেলা শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ। ম্যাচের আগের দিন রাতেও বৃষ্টি হয়েছে সিলেটে। আজ সকালে বৃষ্টি না হলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে আশার খবর হলো, আজ এখনো বৃষ্টি নামেনি সিলেটে।
আগের দিন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আবহাওয়ার পূর্বাভাস প্রসঙ্গে অধিয়ানক সাকিব আল হাসান বলেন,‘যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছি আমরা। আমাদের নির্দেশনা থাকবে, কোচ ও আমাদের তরফ থেকে যেন সবাই প্রস্তুত থাকে। এমন একটা পরিস্থিতি এখানে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সংক্ষিপ্ত ম্যাচ হতে পারে, ৫ ওভারের ম্যাচ হতে পারে, ১০ ওভারের হতে পারে, ১৫-১৮ ওভারের হতে পারে, ২০ ওভারেরও হতে পারে। আমাদের আসলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে’।
এদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের খেলার পাশাপাশি সাপ্তাহিক ছুটি হওয়ায় এ ম্যাচের প্রতি বেশ আগ্রহী স্থানীয় সমর্থকরা। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে প্রথম টি-টোয়েন্টির সব টিকেট। বৃষ্টির বাধা উপেক্ষা করে ম্যাচ মাঠে গড়াবে, এমনটা প্রত্যাশা সবার।