বাংলাদেশি হয়েও আফগানদের সমর্থনের কারণ জানালেন ভক্তরা
সিলেটে আজ সাজ সাজ রব। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার মঞ্চও এটি। দেশের মাটিতে খেলা, হোম অ্যাডভান্টেজের পাশাপাশি বাড়তি সাহস জোগায় সমর্থকরা।
সেখানেই কিনা দেখা মিলল একদল আফগান ভক্তের। যারা বাংলাদেশি হয়েও সমর্থন করছেন রশিদ খান-মোহাম্মদ নবীদের। সিলেটকে বাংলাদেশের লন্ডন বলে ডাকে সবাই। ভক্তরা প্ল্যাকার্ডে লিখে এনেছেন ‘দ্বিতীয় লন্ডনে স্বাগত।’ পাশে যোগ চিহ্ন দিয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের পতাকা আঁকা। এ যেন সৌহার্দ্যের বার্তা। এই সময় তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
বাংলাদেশি হয়েও কেন আফগানদের ভক্ত, এনটিভি অনলাইনের করা এমন প্রশ্নে একজন জানান— ‘আফগানিস্তানের খেলা খুব ভালো লাগে। বিশ্বের সেরা বোলার সে। তার জন্য আফগানিস্তান করি। বিশ্বে রশিদ খানের চাহিদা আছে।’
আফগানিস্তান সাপোর্ট করেন কেন সে কথার স্বপক্ষে যুক্তি দিয়ে আরেকজন বলেন, ‘সাকিব ভাই আর্জেন্টিনা সাপোর্ট করে। মাশরাফী ভাইও আর্জেন্টিনা সাপোর্টার। উনারা চাইলে বাংলাদেশ ফুটবল দলকে সমর্থন দিতে পারত। আমিও ওভাবেই আফগানিস্তানের সমর্থক।’