মাহমুদউল্লাহর দলে ফেরা নিয়ে যা বললেন পাপন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/23/left.jpg)
ওয়ানডে বিশ্বকাপের খুব বেশি সময় বাকি নেই। বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই জানিয়ে রেখেছে এশিয়া কাপের দলটাই হবে বিশ্বকাপের মোটামুটি চূড়ান্ত দল। এশিয়া কাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছে বাংলাদেশ।
সেই সিরিজেও দলে ছিলেন না মাহমুদউল্লাহ। তাকে বিশ্রামে পাঠানোর
কথা বলে বিসিবি যেন শীতনিদ্রায় পাঠিয়েছে। বহুবার ঘুরেফিরে মাহমুদউল্লাহর প্রসঙ্গ এলেও সবাই এড়িয়ে গেছেন ভালোভাবেই। ব্যতিক্রম ঘটেনি আজকেও।
ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের দারুণ সাফল্যের পর আজ রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নারী দলের সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে উঠে আসে মাহমুদউল্লাহর প্রসঙ্গ।
মাহমুদউল্লাহর দলে ফেরার সম্ভাবনা বিষয়ে পাপন বলেন, ‘যেহেতু সে আফগানিস্তান সিরিজটা খেলেনি, খেললে বলা যেত। সে দলে আসবে কি আসবে না, তা নিশ্চিত করে বলা কঠিন। পারফরম্যান্স না দেখে সেটা আসলে বলা উচিত হবে না।’
ওয়ানডেতে মাহমুদউল্লাহর পজিশন সাত নম্বর। যেখানে গত কয়েকটি সিরিজে বেশ কয়েকজনকে খেলিয়ে দেখেছে বাংলাদেশ। আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি কেউই। তবুও কেন মাহমুদউল্লাহর বিষয়ে বোর্ডে অনীহা, সেটি এখনও রহস্য হয়েই আছে।
তবে, মাহমুদউল্লাহকে এখনও দলে চায় ভক্তরা। সেটি বোঝা গেছে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের আগে ভক্তদের মানববন্ধন কিংবা সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহকে নিয়ে হওয়া নিয়মিত চর্চায়।