দক্ষিণ আফ্রিকার কাছেও ধাক্কা খেল আর্জেন্টিনা
নারী বিশ্বকাপের শুরুটা হার দিয়ে করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই হারের তিক্ত অভিজ্ঞতা হয় ইতালির বিপক্ষে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না আর্জেন্টিনার নারী দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনার মেয়েরা।
আজ শুক্রবার নারী বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ‘জি’ গ্রুপ থেকে বিশ্বকাপে অংশ নেওয়া আর্জেন্টিনা এক হার ও এক ড্র নিয়ে আছে পয়েন্ট টেবিলের তলানিতে। তিন পয়েন্ট নিয়ে এই গ্রুপের এক নম্বরে আছে সুইডেন। সমান তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি।
আজকের ম্যাচটিতে নিশ্চিত ফেভারিট ছিল আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টা বুঝি আজই পাবে দেশটির নারী দল। কিন্তু ডানেডিনে যা হলো তা চরম হতাশার। জয় তো দূরের কথা উল্টো লিন্ডা মতহালো ও থেম্বি কাতলানার গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে হারের শঙ্কায় পড়ে যায় তারা।
সেখান থেকে কোনো মতে দুই গোল শোধ করে ড্র করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচের ৭৪তম মিনিটে আর্জেন্টিনার হয়ে স্কোরলাইন ২-১ করেন সোফিয়া ব্রাউন। ৫ মিনিট পর দ্বিতীয় গোলটি শোধ করেন রোমিনা নুনেজ। এরপর আজ গোল না আসলে দুদলকেই পয়েন্ট ভাগ করে সন্তুষ্ট থাকতে হয়।