রোমাঞ্চ নিয়ে এলপিএল খেলতে গেলেন শরিফুল
প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলবেন শরিফুল ইসলাম। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবে নতুন লিগে খেলতে যাওয়ার রোমাঞ্চ ছুঁয়ে গেছে তরুণ এই পেসারকে। দেশ ছাড়ার আগে সেই রোমাঞ্চের কথাই গণমাধ্যমকে জানালেন শরিফুল।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার। আগামীকাল রোববারই শুরু হবে টুর্নামেন্ট। তার আগে আজ শনিবার (২৯ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শরিফুল।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে শরিফুল বলেছেন, ‘আসলে সবার জন্যই প্রথমবার যে কোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। প্রথমে ওরাই (কলম্বো স্ট্রাইকার্স) আমাকে বার্তা পাঠিয়েছিল। সেখান থেকেই (ডাক পাওয়ার খবর) জেনেছি।’
এলপিএলের পরপরই দেশের হয়ে এশিয়া কাপে ব্যস্ত হয়ে পড়বেন শরিফুল। আর এশীয় শ্রেষ্ঠাত্বের আসর মাঠে গড়াবে পাকিস্তান-শ্রীলঙ্কা মিলে। সেক্ষেত্রে এলপিএলে খেলে কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পারবেন শরিফুল।
অভিজ্ঞতা নেওয়া কথা জানিয়ে তরুণ এই পেসার বলেছেন, ‘অবশ্যই (ধারণা পেতে) সাহায্য করবে। কারণ উইকেট ও কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তো (এশিয়া কাপের জন্য) ভালো একটা ধারণা পাওয়া যাবে। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।’
শরিফুল আরও বলেন, ‘নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেললে সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।’
শরিফুলের পাশাপাশি এলপিএলের চতুর্থ আসরে বাংলাদেশ থেকে খেলবেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। পেসার তাসকিন আহমেদও ডাক পেয়েছেন। কিন্তু তাসকিনের খেলার চাপ কমাতে তাকে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।